শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২১:৩৪, ২৬ জুন ২০২৫ | আপডেট: ০৯:৪০, ২৮ জুন ২০২৫
আল নাসরের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় রোনালদোকে। ভিডিওর শেষ অংশে তিনি বলছেন, “আল নাসর ফরএভার।”
রোনালদোর আগের চুক্তি ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে গত মে মাসে ক্লাব থেকে জানা যায়, নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। ৪০ বছর বয়সেও অতুলনীয় পারফরম্যান্স ধরে রাখা রোনালদোকে ধরে রাখতে নবায়নকে গুরুত্ব দিয়েছে আল নাসর।
২০২৪ সালে পর্তুগালের হয়ে নেশনস লিগ জয়ী রোনালদোকে নিয়ে গ্রীষ্মকালীন ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দল আগ্রহ প্রকাশ করলেও, জুনের শুরুতে নিজেই গুজবের অবসান ঘটিয়েছেন, “আমি থাকছি আল নাসরেই।”
রোনালদো ২০২২ সালের ডিসেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মুক্ত হয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন।
ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও, আল নাসর এখনও সৌদি লিগ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি রোনালদোর অধীনে। তার একমাত্র ট্রফি হলো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
সৌদি আরবের ফুটবলে বিশাল বিনিয়োগের অংশ হিসেবে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) চারটি শীর্ষ ক্লাব আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি অধিগ্রহণ করে। রোনালদো ছিলেন ইউরোপ থেকে প্রথম বড় তারকা যিনি এই বিনিয়োগে সাড়া দিয়ে সৌদি লিগে পাড়ি জমান। এর পর থেকে করিম বেনজেমা, নেইমার, এন’গোলো কঁতে সহ অনেক সুপারস্টার তাদের পথ অনুসরণ করেছেন।
সৌদি আরব ইতোমধ্যে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য মনোনীত হয়েছে, যা দেশের ফুটবলের বিনিয়োগ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ