শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৪:০০, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৪৭, ৩০ এপ্রিল ২০২৫
বান্দরবানের সেনা রিজিয়ন প্রাঙ্গনে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বান্দরবানের সেনা রিজিয়ন প্রাঙ্গনে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন।
এ সময় বান্দরবানে পর্যটকদের সেবায় নিয়োজিত বোট চালক সমিতির সদস্যদের মাঝে জনপ্রতি এক বস্তা করে চাল, একটি বৌদ্ধ বিহারের উন্নয়ন কাজ এবং গরীব ও অসহায় ২জনকে তার কন্যার বিয়ের খরচ বাবদ আর্থিক অনুদান এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান বলেন, “সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী জনগণের বন্ধু হিসেবে যে কোনো দুর্যোগে পাশে রয়েছে এবং আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ