ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৩৪, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৪২, ৩০ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযান

জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযানে কর্মকর্তারা। ছবি: ঢাকা এক্সপ্রস 

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মাদাম ব্রিজ এলাকায় খাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। ১০ দিনব্যাপী চলবে এ কার্যক্রম। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন