ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি মানিক, সম্পাদক টিটু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪:০৫, ৮ জুলাই ২০২৫

মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি মানিক, সম্পাদক টিটু

ছবি: ঢাকা এক্সপ্রেস

মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার (৭ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য খায়রুল আহসান মানিককে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।

১১ সদস্যের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহাজাদা এমরান, সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মজুমদার, কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান মজুমদার, নির্বাহী সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, বদরুল হুদা জেনু, আলহাজ্ব শাহ মো. আলমগীর খাঁন, জামিল আহমেদ খন্দকার, মহিউদ্দিন মোল্লা ও বাকীন রাব্বী। 

মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সাবেক সভাপতি বদরুল হুদা জেনু কমিটি ঘোষণা করেন। খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাইয়িদ মাহমুদ পারভেজ। অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন আবু হানিফ মজুমদার। 

সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হাসানাত বাবুল, ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, বদরুল হুদা জেনু, শাহজাহান চৌধুরী, সাংবাদিক নীতিশ সাহা, সাংবাদিক মাহাবুব আলম বাবু প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহাজাদা এমরান। কোরআন থেকে তেলাওয়াত করেন হাবীবুর রহমান চৌধুরী। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন