ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে পৌঁছালো রনি’র মরদেহ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৪, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫৯, ১২ জুলাই ২০২৫

মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে পৌঁছালো রনি’র মরদেহ

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে পৌঁছালো যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের ফরহাদ আহম্মেদ রনি- (৩০) এর মরদেহ। তিনি চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির নিথর দেহ পৌঁছায়। এখানে আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫ টায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে অ্যাম্বুলেন্সে শুক্রবার সকাল ১০ টায় মরদেহ পৌঁছায় রনির গ্রামের বাড়ি বাগুড়ী গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

শুক্রবার জ্ম্মুার নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টায় মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়াতে কানেক্টেশন শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত রনি বাগুড়ী গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ আলীর ছেলে। তিনি মৃত্যুর সময় পিতা-মাতা, ছোট বোন, স্ত্রী ও ৪ বছরের কন্যা সন্তান রেখে গেছেন।

রনির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন