শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৮, ২৬ জুন ২০২৫ | আপডেট: ২১:২৮, ২৬ জুন ২০২৫
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ।
তিনি বলেন, “নিবন্ধনের জন্য জমা পড়া আবেদনের প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এ প্রক্রিয়ার জন্য ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার নিবন্ধিত দলগুলোর সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রতীকের সংখ্যাও বাড়বে।”
ভোটার তালিকা আইন সংশোধনের বিষয়েও এসময় কথা বলেন ইসি সচিব। তিনি জানান, “কারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং কোন সময় পর্যন্ত তা করা যাবে—এসব নির্ধারণে যৌক্তিক সময়সীমা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত ৭৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের আবেদন জমা পড়েছে। এসব আবেদন পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে।
নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, “নির্বাচনী প্রস্তুতি একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে।”
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ