শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩২, ৩০ জুন ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ৩০ জুন ২০২৫
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, যেটা ভুলবশত সঙ্গে থেকে গিয়েছিল। এমন ভুল অনেক সময় হয়—যেমন আপনি চশমা নিতে গিয়ে ভুল করে মোবাইল নিয়ে চলে যান। এটা জাস্ট একটা ভুল। তিনি যদি আগে জানতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা সঙ্গে নিতেন না।”
তবে বৈধ অস্ত্রের লাইসেন্সের ক্ষেত্রে বয়স ৩০ বছর না হলে তা পাওয়ার সুযোগ নেই—এই আইনের প্রশ্নে জবাবে তিনি বলেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে মন্তব্য করতে পারব না।”
সাংবাদিকরা জানতে চান, বিমানবন্দরে তিন ধাপে স্ক্যানিংয়ের পরও কেন প্রথম দুটি স্ক্যানিংয়ে এটি ধরা পড়েনি। উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এয়ারপোর্টে কেউ ‘নেতা’ পরিচয়ে ঢুকলে অনেক সময় কিছু প্রিভিলেজ পেয়ে যায়। আমি আগেই বলেছি—এ ধরনের প্রিভিলেজ যেন আর না থাকে। আইনের চোখে সবাই সমান—সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, বৈঠকে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্যে স্পষ্ট, অস্ত্র বহনের ঘটনাটিকে প্রশাসনিক পর্যায়ে ‘ইচ্ছাকৃত নয়, বরং ভুল’ হিসেবে দেখা হচ্ছে। তবে বিষয়টি ঘিরে অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়া, বয়সসীমা এবং বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠেছে।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ