ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

যে ৪৮ কোম্পানি ইসরায়েলের বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৩৩, ২ জুলাই ২০২৫

যে ৪৮ কোম্পানি ইসরায়েলের বন্ধু

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান দমন-পীড়ন ও সম্ভাব্য গণহত্যায় সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতাকারী প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজের নেতৃত্বে প্রস্তুত এই প্রতিবেদনটি ৩ জুলাই জেনেভায় উপস্থাপন করা হবে। এতে ৪৮টি আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে, যাদের অনেকেই প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, অবকাঠামো, কৃষি ও পর্যটন খাতে সক্রিয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব কোম্পানি শুধু দখলদার ইসরায়েলি নীতিকে সমর্থন করছে না, বরং তারা ‘গণহত্যার অর্থনীতি’র অংশ হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলি হামলাকে পূর্বে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করা আলবানিজ এবার দখলদার অর্থনীতির নেপথ্যে থাকা করপোরেট গঠনতন্ত্রকে তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, অ্যামাজন এবং আইবিএম—এদের প্রযুক্তি ও ক্লাউড সেবা ইসরায়েলকে বায়োমেট্রিক নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং সামরিক কর্মকাণ্ডে সহায়তা করছে। ইসরায়েলের যুদ্ধযন্ত্রের অন্যতম বড় সরবরাহকারী লকহিড মার্টিন, লিওনার্দো এসপিএ এবং জাপানি কোম্পানি FANUC অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ সরবরাহে যুক্ত।

এছাড়া, পালানটির টেকনোলজিস নামের একটি মার্কিন সফটওয়্যার কোম্পানি গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লক্ষ্যবস্তুর তালিকা তৈরিতে অংশ নিয়েছে, যেখানে ‘ল্যাভেন্ডার’, ‘গসপেল’ ও ‘হোয়্যার ইজ ড্যাডি’ নামের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

বেসামরিক প্রযুক্তির দ্বৈত ব্যবহারের উদাহরণ হিসেবে উঠে এসেছে ক্যাটারপিলার, হুন্দাই, ভলভো ও রাডা ইলেকট্রনিকসের মতো কোম্পানির নাম, যারা ঘরবাড়ি ধ্বংস ও অবৈধ বসতি নির্মাণে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সরবরাহ করেছে।

পর্যটন খাতেও এই দখলদারতাকে বৈধতা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বুকিং ডট কম ও এয়ারবিএনবি প্ল্যাটফর্মগুলো পশ্চিম তীরের অবৈধ বসতিতে অবস্থিত ঘর ও হোটেল ভাড়া দিয়ে মুনাফা করেছে।

অর্থায়নের ক্ষেত্রে জ্বালানি ও খনিজ পণ্যের জোগানদাতা ড্রামন্ড ও গ্লেনকোর, কৃষিখাতে চীনা কোম্পানি ব্রাইট ডেইরি ও নেটাফিম ইসরায়েলের অবকাঠামোগত ও খাদ্য চেইনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থা বার্কলেস ও BNP পারিবাস ইসরায়েলের ঋণ খাতে সমর্থন জুগিয়েছে, যা যুদ্ধকালীন অর্থনীতিকে সচল রেখেছে।

প্রতিবেদনে বিশ্বের দুই বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরক ও ভ্যানগার্ডকে ইসরায়েলের পক্ষে এই করপোরেট কাঠামো গঠনের অন্যতম অংশীদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্ল্যাকরক এবং ভ্যানগার্ডের বিনিয়োগ নীতিকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে ইসরায়েলের দখলদারতাকে ‘ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদের দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে বলা হয়, করপোরেট প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধাপরাধে অংশীদার হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ও নির্বাহী কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধে দায়ী হতে পারেন বলেও সতর্ক করা হয়।

২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের এক পরামর্শমূলক রায়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারতাকে ‘অবৈধ’ ঘোষণার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ বলেছে, এই দখলদার অর্থনীতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সেই পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি রাষ্ট্রসমূহকে আহ্বান জানিয়েছে—ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক ছিন্ন করতে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রতিবেদন আন্তর্জাতিক ব্যবসায়িক জগতের জন্য একটি বড় নৈতিক ও আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে। মানবাধিকার ও ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্ব এখন আন্তর্জাতিক ফোরামে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন