ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

৬ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
রাষ্ট্র সংস্কারে ১২০টি প্রস্তাবে একমত এলডিপি: কর্নেল অলি
Scroll
‘ধর্ষণের’ শিকার হয়েছেন উল্লেখ করে ৩ ঘণ্টায় ঢাকা মেডিকেলে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ৪ শিশু-কিশোরীসহ পাঁচজন ভর্তি
Scroll
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
Scroll
বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত, চীনমুখী বাংলাদেশিরা
Scroll
বসুন্ধরার সাব্বির হত্যা: ২১ কোটি টাকা ঘুষের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
Scroll
সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু আজ
Scroll
আগামী অর্থবছরে (২০২৫-২৬) এলএনজি কিনতে বিশ্বব্যাংকের সহায়তায় ৪ হাজার ২৭০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের
Scroll
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
Scroll
সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার একটি কাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা আ’লীগ নেতার, সহায়তায় বিএনপি
Scroll
ফোনালাপে ট্রাম্পকে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ভালোবাসায় আজ রিসেট বাটন চাপার দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসায় আজ রিসেট বাটন চাপার দিন

মানুষের চিরায়ত ধারণা, সময় গড়ালে প্রেম ফিকে হয়ে আসে। আবেগ-আকর্ষণ, মায়া-মুগ্ধতা কমে যায়। আলগা হয়ে যেতে থাকে পারস্পরিক প্রতিশ্রুতির সুদৃঢ় বাঁধন। সঙ্গীর প্রতি বাড়তি যত্ন নেওয়ার অভ্যাসেও কেমন একটা ভাটা পড়ে। সময়ের ফেরে সম্পর্কে সৃষ্টি হয় তিক্ততা। উবে যাওয়া প্রেম প্রতিস্থাপিত হয় অভিযোগ-অনুযোগে। প্রেম নয়, কেবল চোখে পড়ে সঙ্গীর ভুল আর ব্যর্থতা। অথচ সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, রাখতে জানলে যেকোনো সম্পর্কই চিরকাল নতুন থাকে। হ্যাঁ, আজই সেই মোক্ষম দিন।

আজ ১৫ ফেব্রুয়ারি, লাভ রিসেট ডে। লুপ্তপ্রায় প্রেম কিংবা যেকোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আজকের দিনটি কাজে লাগান। গতকাল অনেকেই কিছুটা হলেও নিভু নিভু প্রেমের পিদিমে উসকে নিয়েছেন নবপ্রেমের সলতে। মুখোমুখি বসার এই তো সময়। ফের একবার সামনে তুলে ধরুন সম্পর্কের খতিয়ান।

গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো ভালোবাসা দিবস। প্রেম উদ্‌যাপনের দিন পেরোতেই অনেক যুগল হয়তো সম্পর্ক নিয়ে নতুন হিসাব কষতে বসেছেন। বিশেষত পুরোনো যুগলদের মাথায় হাজারটা সংশয়, অমীমাংসিত প্রশ্ন।

যা কিছু ভুল, যত অভিযোগ—বাড়তে না দিয়ে বরং ইতি টেনে দিন। কেবল প্রথাগত প্রেম-ভালোবাসা নয়, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, যার সঙ্গেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, কিংবা অজ্ঞাতে নড়ে গেছে সম্পর্কের শক্ত ভিত, আজ সেই সম্পর্কে রিসেট বাটন চাপুন। খোলামেলা আলোচনায় দূর করে নিন ভুল–বোঝাবুঝি। নতুন করে শুরু হোক সম্পর্ক। বন্ধন হোক আরও মজবুত। প্রেম ও বন্ধুত্ব হয়ে উঠুক সুন্দর ও অর্থবহ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সম্পর্ক-বিষয়ক পরামর্শক ও ব্লগার কার্লা লিন হলের উদ্যোগে এই দিবস উদ্‌যাপন শুরু হয়। ভালোবাসায় নতুন প্রাণ প্রতিষ্ঠার ভাবনা থেকেই এমন একটি দিবসের চল করেন তিনি।
 

আরও পড়ুন