ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট
Scroll
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে ধারাবাহিকভাবে বেড়েছে খুনের ঘটনা
Scroll
পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় আসামি নান্নু গ্রেপ্তার
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিচার নিরপেক্ষ হয়নি: হাই কোর্টের পর্যবেক্ষণ
Scroll
রাজধানীর বনানীতে নয় বছরের পথশিশু ধর্ষণের শিকার
Scroll
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ
Scroll
ময়মনসিংহের ভালুকায় মা ও দুই সন্তান হত্যায় দেবর নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা
Scroll
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১১ জনের মৃত্যু, ভারি বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস
Scroll
এক ইনিংসে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস
Scroll
প্রথমবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’

ভালোবাসায় আজ রিসেট বাটন চাপার দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসায় আজ রিসেট বাটন চাপার দিন

মানুষের চিরায়ত ধারণা, সময় গড়ালে প্রেম ফিকে হয়ে আসে। আবেগ-আকর্ষণ, মায়া-মুগ্ধতা কমে যায়। আলগা হয়ে যেতে থাকে পারস্পরিক প্রতিশ্রুতির সুদৃঢ় বাঁধন। সঙ্গীর প্রতি বাড়তি যত্ন নেওয়ার অভ্যাসেও কেমন একটা ভাটা পড়ে। সময়ের ফেরে সম্পর্কে সৃষ্টি হয় তিক্ততা। উবে যাওয়া প্রেম প্রতিস্থাপিত হয় অভিযোগ-অনুযোগে। প্রেম নয়, কেবল চোখে পড়ে সঙ্গীর ভুল আর ব্যর্থতা। অথচ সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, রাখতে জানলে যেকোনো সম্পর্কই চিরকাল নতুন থাকে। হ্যাঁ, আজই সেই মোক্ষম দিন।

আজ ১৫ ফেব্রুয়ারি, লাভ রিসেট ডে। লুপ্তপ্রায় প্রেম কিংবা যেকোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আজকের দিনটি কাজে লাগান। গতকাল অনেকেই কিছুটা হলেও নিভু নিভু প্রেমের পিদিমে উসকে নিয়েছেন নবপ্রেমের সলতে। মুখোমুখি বসার এই তো সময়। ফের একবার সামনে তুলে ধরুন সম্পর্কের খতিয়ান।

গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো ভালোবাসা দিবস। প্রেম উদ্‌যাপনের দিন পেরোতেই অনেক যুগল হয়তো সম্পর্ক নিয়ে নতুন হিসাব কষতে বসেছেন। বিশেষত পুরোনো যুগলদের মাথায় হাজারটা সংশয়, অমীমাংসিত প্রশ্ন।

যা কিছু ভুল, যত অভিযোগ—বাড়তে না দিয়ে বরং ইতি টেনে দিন। কেবল প্রথাগত প্রেম-ভালোবাসা নয়, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, যার সঙ্গেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, কিংবা অজ্ঞাতে নড়ে গেছে সম্পর্কের শক্ত ভিত, আজ সেই সম্পর্কে রিসেট বাটন চাপুন। খোলামেলা আলোচনায় দূর করে নিন ভুল–বোঝাবুঝি। নতুন করে শুরু হোক সম্পর্ক। বন্ধন হোক আরও মজবুত। প্রেম ও বন্ধুত্ব হয়ে উঠুক সুন্দর ও অর্থবহ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সম্পর্ক-বিষয়ক পরামর্শক ও ব্লগার কার্লা লিন হলের উদ্যোগে এই দিবস উদ্‌যাপন শুরু হয়। ভালোবাসায় নতুন প্রাণ প্রতিষ্ঠার ভাবনা থেকেই এমন একটি দিবসের চল করেন তিনি।
 

আরও পড়ুন