নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১০, ১৫ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১৪ জুলাই) ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য তলব করা হয়।
ওবায়েদ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির হিসাবও তলব করা হয়েছে।
ব্যাংকগুলোর কাছে পাঠানো বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, তাদের নামে ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের তথ্যও দিতে হবে। এসব হিসাবের যাবতীয় দলিল (হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি, লকার, সঞ্চয়পত্র, কার্ড, গিফট কার্ড) বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
একটি সূত্র জানায়, ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। আবার ইসলামী ব্যাংক–সংশ্লিষ্ট একটি পক্ষও তাদের একজনকে চেয়ারম্যান করার জন্য চাপ দিচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা এক্সপ্রেস/আরইউ