ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৯, ১৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৮:৪৬, ১৫ মার্চ ২০২৫

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী পদ্মা ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্টেশনের ওয়াশপিটের সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহী রেল স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পদ্মা এক্সপ্রেস ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ”

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান, পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু পদ্মার তিনটি বগি পড়ে যাওয়ায় রিলিফ ট্রেন না আসা পর্যন্ত পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে।

আরও পড়ুন