শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৫, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলসহ কয়েকজন স্থানীয় চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি অটোরিকশাযোগে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামের এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তদের একজন শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভর মাথায় অস্ত্রের বাঁট দিয়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জরুরি বিভাগের রেজিস্ট্রার বই অনুযায়ী, রাত ৮টা ৩৫ মিনিটে তাকে মৃত অবস্থায় আনা হয় এবং তার বুক ও মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, স্থানীয়রা অস্ত্রধারী তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক, পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে। ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা এক্সপ্রেস/ বিডি