শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২০:৩০, ১ জুলাই ২০২৫ | আপডেট: ২২:৩০, ১ জুলাই ২০২৫
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযোদ্ধা বারিক মণ্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আসাননগরে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে লিমা বেগম ছিটকে পড়ে গেলেও বারিক মণ্ডলকে মোটরসাইকেলসহ প্রায় ২০০ গজ টেনে নিয়ে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত লিমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বীর মুক্তিযোদ্ধা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও চালকের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন স্থানীয়রা।
ডিএক্স/এসকে