ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:০২, ২ জুলাই ২০২৫

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিএসএফ

ভারতে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আটক ১৫ বাংলাদেশিকে সীমান্ত পথ দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ভারতের কুমারীপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় এবং রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪ জন নারী, ৫ জন শিশু ও ৬ জন পুরুষ।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিম মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করে। পরে বিএসএফ বাংলাদেশের মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে।

সীমান্ত পিলার ৬০/৮৭ এর শূন্য রেখায় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১৫ জনকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়। এরপর তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেরত আসা ১৫ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ বা অবস্থান করায় প্রায়ই বাংলাদেশি নাগরিকদের আটক করে বিএসএফ। এসব ঘটনায় পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।


 

ডিএক্স/এসকে

আরও পড়ুন