শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:০২, ২ জুলাই ২০২৫
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিম মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করে। পরে বিএসএফ বাংলাদেশের মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে।
সীমান্ত পিলার ৬০/৮৭ এর শূন্য রেখায় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১৫ জনকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়। এরপর তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেরত আসা ১৫ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ বা অবস্থান করায় প্রায়ই বাংলাদেশি নাগরিকদের আটক করে বিএসএফ। এসব ঘটনায় পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
ডিএক্স/এসকে