শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৩:৫৫, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৯, ১২ এপ্রিল ২০২৫
আইপিএলের নতুন মৌসুম চলছে। ভারতের এই টুর্নামেন্ট চলবে দুই মাসব্যাপী। আইপিএলের এবারের আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই। বাংলাদেশিদের আগ্রহও খুব একটা চোখে পড়ার মতো নয়। তবে আইপিএল নিয়ে সমানতালে জুয়ার প্রচারণা চলছে বাংলাদেশে। টাকার বিনিময়ে এই জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিচ্ছেন দেশের পরিচিত শোবিজ তারকারাও।
ধরাছোঁয়ার বাইরে তারকারা
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন ইউটিউবারকে জুয়ার প্রচারণার অভিযোগে পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করে গ্রেপ্তার করেছিল। তাদেরকে অবশ্য পরবর্তীতে দ্রুতই জামিন দেওয়া হয়। তবে জুয়ার প্রচারণা চালিয়েও দেশের শীর্ষ তারকারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থাকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।
ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচার-প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে। ১ কোটি ৬০ লাখ অনুসারী থাকা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২২ মার্চ সাকিব ‘ওয়ানএক্সবেট’ নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান। এর আগে ২০২২ সালে ‘বেটউইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।
এ ছাড়া ভারতে বেটিং অ্যাপ (অনলাইনে বাজি ধরার অ্যাপ) কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম আসে। গত বছরের মার্চে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ‘১১ উইকেটডটকম’ নামের একটি বেটিং অ্যাপে সাকিবের বোন বিনিয়োগ করেছেন।
মডেল পিয়া বিপিএলের গত আসরে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া আইপিএলের চলমান আসরে তিনি অনলাইন জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তিনি চলতি বছরের জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘বাবু ৮৮’ ও ‘ভাগ্য’ নামের দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের ১২টি প্রচারণা চালিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পিয়া কোনো কথা বলবেন না বলে জানান।
চিত্রনায়িকা শবনম বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চলতি বছর ‘মেগা ক্রিকেট ওয়ার্ল্ড’ নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন প্রচার করেছেন। এ ব্যাপারে জানতে বুবলীও কথা বলতে অনীহা প্রকাশ করেন। অভিনয়শিল্পী সামিরা খান মাহি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চলতি বছর ‘বাবু ৮৮’ নামের জুয়ার দুটি প্রচারণা চালিয়েছেন। এ বিষয়ে তাঁর কাছে জানতে চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ দেশের শীর্ষ অনেক তারকা বিভিন্ন সময় অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন।
ভুয়া বিজ্ঞাপনেরও ছড়াছড়ি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে নামিদামি তারকাদের চেহারা ও কণ্ঠস্বর নকল করেও তৈরি হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। মাশরাফি বিন মোর্ত্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, গায়িকা পড়শিসহ অনেকের মুখমণ্ডল এআই-এর মাধ্যমে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে! এসব থেকে প্রতিকার পেতে খোদ তারকারাও আহ্বান জানিয়েছেন। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটায় বাংলাদেশের জন্য এক দিনে সর্বোচ্চ ৪ হাজার জুয়ার বিজ্ঞাপন শনাক্ত করেছে ডিসমিসল্যাব। শুধু বাংলা ‘কি-ওয়ার্ড’ সার্চ করে এই বিজ্ঞাপনগুলো পাওয়া যায়।
বাংলাদেশ-ভারতের জুয়ার বাজার
এক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে শতাধিক অনলাইন জুয়ার সাইট ও অ্যাপের মাধ্যমে প্রায় ৫০ লাখ মানুষ জুয়া খেলেন। ২০২০ সালের চেয়ে ২০২৬ সালে বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার বাড়তে পারে ৪ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে গত বছরের ২০ জুন ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে অবৈধ অনলাইন বাজির বাজার বছরে ১০০ বিলিয়ন ডলারের মতো অর্থ সংগ্রহ করে। ভারতের জুয়ার বাজারেও অংশ নেয় বাংলাদেশি জুয়ারিরা।
২০২৪ সালের ১৩ মে ভারতের সংবাদমাধ্যম মিন্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী জুয়া নিষিদ্ধ। তারপরও দেশটিতে অনলাইনে জুয়ার প্রচারণাসহ অন্যান্য কর্মকাণ্ড থেমে নেই। ভারতে জুয়ার বাজার বছরে তিন বিলিয়ন ডলারের সমান হবে। বিশ্বে অনলাইন গেমিং বাজারে চীনের পরে রয়েছে ভারত। আইপিএল ও নির্বাচনের সময় ভারতে অনলাইন জুয়ার প্রসার ঘটে।
আইনের শক্ত প্রয়োগ নেই
ইন্টারনেটের সহজলভ্যতায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনলাইন জুয়ার বড় বাজার গড়ে উঠছে। ভারতের মতো বাংলাদেশেও জুয়া নিষিদ্ধ। দেশে জুয়া দমনে আইন (পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭) আছে। কিন্তু আইনটি অস্পষ্ট। অন্যদিকে বাংলাদেশের সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু কী ধরনের ব্যবস্থা নিতে হবে, তার সুস্পষ্ট উল্লেখ নেই। তবে ২০২৩ সালের ১১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন, বিশেষ করে খেলার চ্যানেলসহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে যেসব আর্থিক পরিষেবার মাধ্যমে বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদান হয়, সেগুলোর গেটওয়ে ও চ্যানেল বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
১৮৬৭ সালের ‘পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ রহিত করে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৩’ প্রণয়ন উদ্যোগের অংশ হিসেবে একটি খসড়া করেছিল বিগত সরকার। এই খসড়ায় অনলাইন জুয়া নিয়ে আলাদা করে বলা আছে।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসে জুয়া খেলা সম্পর্কে বলা হয়েছে, কেউ যদি জুয়ার কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করে, খেলায় অংশগ্রহণ করে, উৎসাহ প্রদান করে বা বিজ্ঞাপনে অংশগ্রহণ করে, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের জন্য ২ বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে।