শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ১৭ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টার কার্যালয়। ছবি: সংগৃহীত
রবিবার (১৭ আগস্ট) অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারা মোতাবেক দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে রবিবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন আজিজুর রহমান। শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় জনতার মারধর ও হেনস্তার শিকার হন আজিজুর। পরে পুলিশ তাকে আটক করে। শনিবার তাকে আদালতে হাজির করলে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান। শুনানি শেষে বিচারক ইশরাত জেনিফার জেরিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ডিএমপি জানিয়েছে, আটক রিকশাচালক আজিজুর রহমানকে কোনো হত্যা মামলায় আসামি করা হয়নি। রবিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আজিজুর রহমানকে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ থেকে আটক করা হয় এবং পরদিন একটি নিয়মিত মামলার সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়।
ডিএমপির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে আজিজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে প্রচার করা হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আটক রিকশাচালককে নিয়মিত আইনি প্রক্রিয়ার আওতায়ই আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে