শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৭, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:৪৩, ১৭ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
রবিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
স্থানীয়রা জানান, বহু দূর থেকেও পেট্রোল পাম্পের আগুনের শিখা দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাখালী ফ্লাইওভারের এক পাশও বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ থাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী রেলক্রসিং দিয়ে আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে