শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ১১:০১, ১৬ মার্চ ২০২৫
নিহত শাহীনুল হক শাহীন (৪০) খুলনা নগরের দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।
পুলিশ বলছে, শাহীন দৌলতপুরের শহীদ ওরফে হুজি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এলাকায় তিনি বড় শাহীন নামেও পরিচিত ছিলেন।
এছাড়াও খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বলেন, ‘শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি বরেও জানান তিনি।
শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।