ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ভৈরব প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৪, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:৫৫, ১৮ মার্চ ২০২৫

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ভৈরবে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ)  বিকালে উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্বশুর আমির আলী (৬৫) ও তার স্ত্রী সমেলা বেগম (৫৫)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি।  

পুলিশ জানায়, উপজেলা আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকার আমির আলীর ছেলে সাব্বিরের সঙ্গে ৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ভুক্তভোগীর। তাঁদের ঘরে তিনটি সন্তান রয়েছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে ২ বছর আগে প্রবাসে চলে যায় সাব্বির। 

গত ১২ মার্চ (বুধবার) রাতে পুত্রবধূর শয়নকক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর আমির আলী। এ সময় ডাক-চিৎকার শুরু করলে তিনি পালিয়ে যান। শাশুড়ি সমেলা বেগমকে বিষয়টি জানালে তিনি কোনোপ্রকার ব্যবস্থা না নিয়ে উল্টো পুত্রবধূকে শারীরিক নির্যাতন করেন। পরবর্তীতে রোববার (১৬ মার্চ)  রাতে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।   

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, গৃহবধূর শ্বশুর একজন লম্পট প্রকৃতির লোক। অভিযোগের পরপরই তাকে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। সোমবার বিকালে আদালতের মাধ্যমে আটকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।    

আরও পড়ুন