ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

কুমিল্লায় নগ্ন করে এনজিওকর্মীর ভিডিও ধারণ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:১৭, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ২০:২০, ১৮ মার্চ ২০২৫

কুমিল্লায় নগ্ন করে এনজিওকর্মীর ভিডিও ধারণ 

কুমিল্লার চান্দিনায় এনজিওর দুই কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ের একটি বাগানে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে পাশবিক এই নির্যাতন।   

ভুক্তভোগীদের অভিযোগ, একদল যুবক রাস্তা থেকে তাদের অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন চালায়। এরপর অভিযুক্তরা মোবাইল ফোনে ওই নারীর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পুরুষ কর্মী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন।  

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

ভুক্তভোগী নারী জানান, তাঁরা দুজন আইডিএফ নামক একটি এনজিওতে কাজ করেন। সোমবার কিস্তি আদায় শেষে ফেরার পথে চার বখাটে যুবক তাঁদের আটক করে  তুলাতলী গ্রামের শেষ প্রান্তে এতবারপুর গ্রামের মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য খামারের পাড়ে নিয়ে যায়। সেখানে তাঁদের কাছ থেকে আদায়কৃত কিস্তির টাকা ছিনিয়ে নেওয়া হয়।  এ সময় রুহুল আমিন নামে স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখতে পান। এরপর ওই যুবকেরা তাঁদের তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে বিদ্যুতের শক দেওয়া হয় এবং নারী কর্মীর হাত-পা ও মুখ বেঁধে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করা হয়।  

পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে আরও টাকা দাবি করা হয়। ওই নারী কর্মী তাঁর বোনকে ফোন করে বখাটেদের দেওয়া বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। টাকা পাওয়ার পরও তাঁদের ওপর নির্যাতন চলতে থাকে। একপর্যায়ে গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাত সন্দেহে ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়। 

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে ভুক্তভোগীদের থানায় এনে ঘটনার বিস্তারিত শুনে মামলা নিই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’  

আরও পড়ুন