শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২০:০৪, ৬ মে ২০২৫
ছবি: সংগৃহীত
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিলো শিশু হাবিবা। একপর্যায়ে কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ