শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৮, ৩০ জুন ২০২৫
ভিডিও বার্তায় দেখা যায়, লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে রিকশার প্যাডেলে পা চালাচ্ছেন অখিম ট্রস্টার। পাশে বসে রয়েছেন তার স্ত্রী। ঢাকার রাস্তা ধরে রিকশা চালিয়ে তিনি বলেন, “বাংলাদেশে কাটানো চার বছর ছিল অসাধারণ। এখন বিদায় নেওয়ার সময়। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরে—আমি আশা করি শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাবো।”
বিদায় উপলক্ষে অখিম ট্রস্টার নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্ব আরও গভীর ও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানে রাষ্ট্রদূতের আন্তরিকতা ও বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ঢাকাবাসীর কাছে এক আবেগঘন ও হৃদয়ছোঁয়া মুহূর্ত হয়ে থাকল তার এই রিকশা যাত্রা।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ