ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরো এক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ০৯:১৯, ১৮ মে ২০২৫

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরো এক মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজে অংশ নিতে গিয়ে সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার (১৭ মে) মদিনায় মৃত্যুবরণ করেন মো. জয়নাল হোসেন (৬০)। তিনি গাজীপুর সদরের বাসিন্দা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এ নিয়ে হজে গিয়ে মোট আটজন বাংলাদেশির মৃত্যু হলো। মৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

এর আগে মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২)।

রবিবার (১৮ মে) প্রকাশিত হজ পোর্টালের প্রতিদিনের বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তিনটি এয়ারলাইন্স— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস মিলিয়ে মোট ১২৪টি ফ্লাইটে এই যাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬২টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট।

এই পর্যন্ত ৮৬ হাজার ৭৪০টি ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন, যাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। হজ ফ্লাইট শুরু হয়েছে গত ২৯ এপ্রিল। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। হজে যাওয়া ফ্লাইট শেষ হবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাই।

এবারের হজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

এদিকে, শনিবার রাতে মক্কার বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রশাসনিক প্রথম দলের দলনেতা মো. মতিউল ইসলাম। সভায় হজযাত্রীদের আগমন ও তাদের প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের খোঁজ-খবর নিতে তাদের আবাসস্থলে সরাসরি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ প্রশাসনিক দলের অন্যান্য সদস্য, চিকিৎসক ও তথ্যপ্রযুক্তি দলের প্রতিনিধিরা।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন