ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

তুরস্কে ঈদুল আজহা যেভাবে উদযাপিত হয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫২, ৬ জুন ২০২৫

তুরস্কে ঈদুল আজহা যেভাবে উদযাপিত হয়

বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা, যা আল্লাহর প্রতি আনুগত্য ও হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের অনন্য স্মৃতিকে কেন্দ্র করে পালিত হয়। তবে উৎসবটির অভ্যন্তরীণ বার্তা সর্বত্র এক হলেও—প্রত্যেক দেশের সামাজিক প্রেক্ষাপট, সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে উদযাপন পদ্ধতিতে দেখা যায় ভিন্নতা।

তুরস্কে এই উৎসবটি পরিচিত ‘কুরবান বাইরাম’ নামে। এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—বরং পারিবারিক মিলনমেলা, সামাজিক সংহতি ও মানবিকতার এক মহোৎসবে রূপ নেয়।

শুভেচ্ছাবাক্যেও রয়েছে নিজস্বতা

তুরস্কে ঈদ উপলক্ষে মুসলমানরা একে অন্যকে শুভেচ্ছা জানান বেশ কিছু বিশেষ বাক্যে। সবচেয়ে প্রচলিত কিছু শুভেচ্ছা হলো:

‘বায়রামিনিজ মুবারেক ওলসুন’ – আপনার উৎসবটি মুবারক হোক।

‘বায়রামিনিজ কুতলু ওলসুন’ – আপনার উৎসবটি আনন্দময় হোক।

‘ইই বায়রামলার’ – শুভ উৎসব।

যদিও ‘ঈদ মোবারক’ বাক্যটি বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত, তুরস্কে এটি খুব একটা প্রচলিত নয়। তুর্কিরা নিজেদের ভাষাগত ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রেখে শুভেচ্ছা জানাতে পছন্দ করেন।

উৎসব শুরু হয় নামাজ ও কবর জিয়ারতের মাধ্যমে

ঈদের সকাল শুরু হয় মসজিদে জামাতে নামাজ আদায়ের মাধ্যমে। এরপর একটি গুরুত্বপূর্ণ রীতি হলো—পরিবারের মৃত স্বজনদের কবর জিয়ারত। এ রীতির মাধ্যমে প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানানো এবং পারিবারিক মূল্যবোধকে সম্মান জানানোর সংস্কৃতি স্পষ্ট হয়।

কুরবানি ও বণ্টনপ্রথা

ঈদের মূল আচার ‘কুরবানি’ তুরস্কেও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। পরিবারগুলো গরু বা ভেড়া কুরবানি দিয়ে মাংস তিন ভাগে ভাগ করে—এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয়-প্রতিবেশীদের জন্য, আরেক ভাগ গরিব-দুঃস্থদের জন্য বরাদ্দ রাখেন। এই বণ্টনপ্রথা কুরবান বাইরামের সহানুভূতি, দায়বদ্ধতা ও সমাজকল্যাণের দিকটিকে তুলে ধরে।

ঈদ মানেই মিলনমেলা ও মিষ্টিমুখ

ঈদের দিন ঘরে ঘরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আগমন ঘটে, যেখানে একত্রে ভোজন চলে। তুরস্কের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘বাকলাভা’—পাতলা কেক ও বাদাম দিয়ে তৈরি সুস্বাদু মিষ্টি, যা ঈদের টেবিলে অনিবার্যভাবে থাকে।

শিশুদের জন্য এই উৎসব আরও রঙিন হয়ে ওঠে নতুন জামাকাপড়, উপহার এবং বিভিন্ন মজাদার খাবারের মধ্য দিয়ে।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন