ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

সৌদি আরবে ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১০, ৫ জুন ২০২৫ | আপডেট: ২২:৪০, ৫ জুন ২০২৫

সৌদি আরবে ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী

চলতি বছর হজ পালন করতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত বুধবার (৪ জুন) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি এই তথ্য জানান। তবে এবারের হজে স্থানীয় সৌদি নাগরিকদের অংশগ্রহণের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

হজ: ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম প্রধান ইবাদত

ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো হজ। এটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলিমের জন্য জীবনে একবার পালন করা ফরজ। হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতা মক্কা এবং পার্শ্ববর্তী মিনার ময়দান, আরাফাত, মুযদালিফা ও কাবা শরিফ কেন্দ্রিক হয়ে থাকে। এই ইবাদতের গভীরে রয়েছে আত্মশুদ্ধি, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীকী নিদর্শন।

গত বছরের তুলনায় কিছুটা কম, তবু বিশাল আয়োজন

২০২৪ সালে (১৪৪৫ হিজরি) সৌদি আরব হজ আয়োজন করেছিল ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন হজযাত্রীর জন্য। চলতি বছর সেই সংখ্যা কিছুটা কম হলেও, ব্যবস্থাপনার চাপ কিন্তু এতটুকু কমেনি। বরং জলবায়ু পরিবর্তনজনিত চরম গরম এবং জনসমাগম সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

আরাফার পথে হাজারো গল্প: গরমে ক্লান্ত, তবু নিরলস যাত্রা

৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রার মধ্যেই হজযাত্রীরা গত বুধবার থেকেই আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেন। কেউ হেঁটে মালপত্র বহন করে গেছেন, কেউ আবার বয়স্ক স্বজনদের সহায়তা করে এগিয়ে যান। আরাফায় পৌঁছে অনেকে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন, কেউ তাঁবুর দিকে যাচ্ছেন।

আরাফা: আত্মশুদ্ধির চূড়ান্ত স্থান

মক্কার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত আরাফার ময়দান ইসলামী ইতিহাস ও বিশ্বাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে হযরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের বিখ্যাত ভাষণ প্রদান করেছিলেন বলে ধারণা করা হয়। আরাফার দিনকে ইসলামী বিশ্বাসে বছরের সবচেয়ে পবিত্র দিন হিসেবে ধরা হয়। এ দিন আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং তাদের গুনাহ মাফ করে থাকেন।

হজযাত্রীরা মধ্যরাত থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন, নামাজ, দোয়া ও আত্মমগ্নতায় সময় কাটান। সূর্যাস্তের পর তারা রওনা হন মুযদালিফার উদ্দেশ্যে, যেখানে তারা ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ করার জন্য পাথর সংগ্রহ করেন।

চরম গরম: সৌদি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ

জলবায়ু পরিবর্তনের কারণে হজ মৌসুমে ক্রমেই বাড়ছে গরমের তীব্রতা। এটি হজ ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সৌদি সরকার হজযাত্রীদের সুরক্ষায় নানামুখী পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ বিন আবদুর রহমান আল-জালাজেল মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-কে জানান, হজযাত্রীদের স্বস্তি দিতে ১০ হাজারের বেশি গাছ লাগানো হয়েছে, হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্যারামেডিক কর্মী তিনগুণ বৃদ্ধি করা হয়েছে।

চলতি বছর হজে অংশ নিতে যাওয়া লাখো মুসলিম শুধু এক ধর্মীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে একত্রিত হননি, তারা এসেছেন পরস্পরের সহানুভূতি, আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহামঞ্চে। তীব্র গরম ও চ্যালেঞ্জ সত্ত্বেও, হজ চলমান রয়েছে শান্তিপূর্ণভাবে—বিশ্বের অন্যতম বৃহৎ ও সম্মিলিত ধর্মীয় সমাবেশ হিসেবে।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন