ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

আগামী ২৫ বছর গরমকালে হজ পড়বে না, জানাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:২০, ৯ জুন ২০২৫

আগামী ২৫ বছর গরমকালে হজ পড়বে না, জানাল সৌদি

আগামী ২৫ বছর তীব্র গ্রীষ্মের গরমে নয়, বরং শীতল ও সহনীয় আবহাওয়ায় হজ পালন করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। এমন তথ্যই জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র। সম্প্রতি প্রকাশিত এক বিশেষ হজ পঞ্জিকায় ২০২৬ থেকে ২০৫০ সাল পর্যন্ত হজের সময় ও সম্ভাব্য আবহাওয়ার বিবরণ তুলে ধরা হয়েছে।

আর গরমে হজ নয়, মুসল্লিদের জন্য স্বস্তির খবর

সৌদি আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সাল থেকেই হজ মৌসুম পড়বে অপেক্ষাকৃত শীতল ঋতুগুলোতে। হজের সময় ধাপে ধাপে বসন্ত, শীত ও শরৎকালের মধ্যে আবর্তিত হবে। ফলে চরম গরমে শারীরিক কষ্ট, হিটস্ট্রোক, পানিশূন্যতা বা প্রাণহানির ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, “২০২৪ ও ২০২৫ সালই গ্রীষ্মকালের শেষ হজ। এরপর আমরা প্রবেশ করব অপেক্ষাকৃত ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়ার এক নতুন চক্রে।”

হিজরি ক্যালেন্ডারই মূল কারণ

প্রতি বছর হজ ১১ দিন করে এগিয়ে আসে হিজরি চান্দ্র ক্যালেন্ডার অনুসারে, কারণ এটি সৌর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ছোট। এর ফলে হজ বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে পড়ে।

গালফ নিউজের এক প্রতিবেদন অনুসারে, এই বৈশ্বিক ধর্মীয় আয়োজনের আবহাওয়াগত পরিবর্তন আসন্ন বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

২৫ বছরের হজ পঞ্জিকা: কোন বছর, কোন ঋতু?

২০২৬–২০৩৩: বসন্তকাল (মার্চ–মে)

২০৩৪–২০৪১: শীতকাল (জানুয়ারি–ফেব্রুয়ারি, ডিসেম্বরে আংশিক)

২০৪২–২০৪৯: শরৎকাল (সেপ্টেম্বর–নভেম্বর)

২০৫০: গ্রীষ্মকাল (আগস্ট) – আবারও গরমের হজে ফেরা

জনস্বাস্থ্য ও ব্যবস্থাপনায় স্বস্তির বার্তা

বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা মুসল্লিদের শুধু শারীরিক স্বস্তিই দেবে না, বরং সৌদি সরকারের পক্ষে হজ ব্যবস্থাপনা সহজতর ও দক্ষ করে তুলবে। তাপদাহজনিত অসুস্থতা, ভিড় ও জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে যে সংকট প্রতি বছর দেখা দেয়, তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সৌদি সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে মুসলিম বিশ্ব। অনেকেই এটিকে হজ ব্যবস্থাপনায় সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন