ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৮, ৬ জুন ২০২৫

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। রাজধানীজুড়ে ঈদের প্রধান জামাতসহ বিভিন্ন স্থানে জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাত পরিচালনা করবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিচারপতি, রাজনীতিক ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জামাতে অংশ নেবেন। ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

যদি আবহাওয়া প্রতিকূল হয় বা অন্য কোনো কারণে ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হয়, তবে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত

প্রতিবারের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পরপর ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জামাতগুলো হবে যথাক্রমে—

-সকাল ৭টা

-সকাল ৮টা

-সকাল ৯টা

-সকাল ১০টা

-সকাল ১০টা ৪৫ মিনিট

প্রথম জামাতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, পরবর্তী জামাতগুলোতে যথাক্রমে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুশতাক আহমদ, মুফতি মো. আব্দুল্লাহ এবং মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

ঢাকার অন্যান্য ঈদ জামাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুইটি ঈদের জামাত হবে—প্রথমটি সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সাড়ে ৮টায়।

এছাড়া:

সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ: সকাল ৭টা

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন: সকাল ৮টা

ফজলুল হক মুসলিম হল মাঠ: সকাল ৮টা

ঢাকা মহানগরীতে মোট ১১৮টি ঈদগাহ এবং ১ হাজার ৬২১টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকায় আজ (শুক্রবার) ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ রাজধানীর প্রধান জামাতস্থলগুলো ঘিরে সিসিটিভি ক্যামেরা, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম ও আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ—মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাব এলাকা ও হাইকোর্ট মোড়—ব্যারিকেড দিয়ে ঘিরে তল্লাশি চালানো হবে। ডিএমপি কমিশনার জানান, ঈদগাহে প্রবেশের জন্য পুরুষদের জন্য ৪টি এবং নারীদের জন্য ১টি গেট বরাদ্দ থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, অপ্রয়োজনীয় ডিভাইস বা নিরাপত্তা-ঝুঁকিপূর্ণ কোনো জিনিস না আনার অনুরোধ জানানো হচ্ছে। জায়নামাজ বা পানির বোতল আনারও প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন