ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

আরাফাত ময়দানে ইবাদতে মশগুল বাংলাদেশি হাজিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১০, ৫ জুন ২০২৫

আরাফাত ময়দানে ইবাদতে মশগুল বাংলাদেশি হাজিরা

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ—আরাফাতের ময়দানে বৃহস্পতিবার (৫ জুন) উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাজারো হজযাত্রী। তারা সারা দিনজুড়ে গভীর ইবাদত, দোয়া ও আত্মসমর্পণে কাটাচ্ছেন। গতকাল রাত থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজিদের সঙ্গে বাংলাদেশিরাও ধীরে ধীরে জমায়েত হন আরাফার বিশাল প্রান্তরে।

ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালনে অংশ নিচ্ছেন। তাদের সবাইকে ৯ জিলহজ তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়, যা হজের অন্যতম ফরজ কাজ।

ইসলামী শরিয়ত অনুযায়ী, ৯ জিলহজ তার দুপুরে সূর্য ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। কেউ এই সময় সেখানে উপস্থিত না থাকলে তার হজ পূর্ণ হয় না। এ কারণে ময়দানের প্রতিটি প্রান্তজুড়ে হাজিদের ছিল কান্নাজড়ানো দোয়া, আত্মসমর্পণ ও ক্ষমা প্রার্থনার দৃশ্য।

বাংলাদেশি হাজিদের সঙ্গে আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। তাদের উপস্থিতিতে হাজিদের সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত ত্যাগ করে মুজদালিফার উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে এক আজান ও দুই ইকামতের মাধ্যমে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেন এবং খোলা আকাশের নিচে রাতযাপন করেন, যা হজের ওয়াজিব অংশ।

এদিকে, সৌদি আবহাওয়া অফিস থেকে ধুলিঝড়ের সম্ভাবনার কথা বলা হলেও আরাফাতে এমন কোনো প্রতিকূল পরিস্থিতি দেখা যায়নি। যদিও এদিনের তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস, তবুও বাংলাদেশি হাজিরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করে যাচ্ছেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন