শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৪, ৬ জুন ২০২৫
ঈদের দিনে স্পেন ও লাতিন আমেরিকায় মুসলমানদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় ‘ফেলিজ ঈদ’ বলে, যার অর্থ ‘শুভ ঈদ’। তবে অনেকেই ঐতিহ্যবাহী ‘ঈদ মুবারক’ বলেই শুভেচ্ছা জানান।
স্পেনের মুসলিমদের জন্য ঈদুল আজহা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মত্যাগ, পারিবারিক বন্ধন এবং মানবিকতার এক অনন্য উৎসব। ঈদের দিন শুরু হয় জামাতে নামাজ আদায় দিয়ে, এরপর পশু কোরবানির প্রথা পালন করেন সামর্থ্যবান মুসলমানরা। ভেড়া, ছাগল কিংবা গরু কোরবানি দিয়ে মাংস ভাগ করে দেওয়া হয় আত্মীয়, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর সেউতা ও মেলিয়া। এখানে ঈদুল আজহা সরকারিভাবে ছুটি হিসেবে স্বীকৃত এবং খোলা ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দিনটি ঘিরে স্থানীয় মুসলিমদের মধ্যে উৎসবের আমেজ থাকে ব্যাপক।
যদিও স্পেনের অন্যান্য অংশে এটি জাতীয় ছুটি নয়, তবুও মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ নানা শহরের মুসলমানরা মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় একত্রিত হয়ে ঈদ উদযাপন করেন।
এভাবে ধর্মীয় আচার, সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির সম্মিলনে স্পেনে ঈদুল আজহা হয়ে ওঠে মুসলমানদের জন্য এক তাৎপর্যময় দিন—যা শুধু ধর্ম নয়, বরং পারস্পরিক সহমর্মিতাকেও তুলে ধরে।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ