শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:১০, ২৭ মে ২০২৫
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়া জানিয়েছে বুধবার (২৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। এর অর্থ হল, দেশটিতে ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে মালয়েশিয়ায় চাঁদ দেখা যায়নি, তাই বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে দেশটিতে। যার কারণে মালয়েশিয়ায় ৭ জুন শনিবার ঈদ উদযাপিত হবে।
মালয়েশিয়ার পরে ব্রুনাইও একই কথা জানিয়েছে। দেশটি জানায় তাদের দেশেও চাঁদ দেখা যায়নি। অর্থাৎ তাদেরও জিলহজ মাস শুরু হবে ২৯ মে থেকে, তাই তারাও ঈদ উদযাপন করবেন ৭ জুন শনিবার।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ