ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

জাবির ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩২, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:৩২, ১৮ মার্চ ২০২৫

জাবির ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলায় মদদের অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি, বাতিল করা হয়েছে সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন-সুবিধা।  

সোমবার (১৭ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়। 

এ ছাড়া, হামলার ঘটনায় সংশ্লিষ্টতার মাত্রা নির্ধারণে আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে, হামলায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মকর্তা নাহিদুর রহমান খান ও রাজীব চক্রবর্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মচারী মুহসিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অন্যান্য অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে যাওয়ায় তাঁদের পেনশন ও অন্যান্য সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন