শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৯, ১২ আগস্ট ২০২৫
নাসীরুদ্দীন পাটওয়ারী, ছবি: সংগৃহীত
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি হয়, তাহলে সংস্কারের জন্য প্রাণ দেওয়া আমার ভাইদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। যে ভাইয়ের হাত হারিয়েছে, সেই হাত ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছে, তাকে তার সন্তান ফিরিয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, সংস্কার কাজ শেষ না করে, জুলাই গণহত্যার বিচার না করে নির্বাচন আয়োজনের অর্থ কী? একই ফ্যাসিবাদী সংবিধান, একই সংস্কৃতি ও একই ব্যবস্থার মধ্য দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে এত মানুষ শহীদ হওয়ার প্রয়োজন ছিল কেন? এত মানুষ আহত হওয়ার প্রয়োজনই বা ছিল কেন?
যেখানে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনকে স্বাগত জানিয়েছে, সেখানে এনসিপি বরাবরই বলে আসছে যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন ও গণহত্যার বিচার না হলে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হবে।
সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম।
ঢাকা এক্সপ্রেস/ইউকে