শিরোনাম
মো. আরিফ হোসেন, জাবি
প্রকাশ: ১৪:৪৫, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৫৬, ১৭ আগস্ট ২০২৫
ছবি: জাবি প্রতিনিধি
আজ রবিবার (১৭ আগস্ট) জাবি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ-সভাপতি আবু ইয়াহিয়া আফসানসহ শীর্ষ নেতারা দুই গ্রুপের মধ্যকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্যাম্পাসে আসেন।
এসময় জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ শীর্ষ পাঁচ নেতা ক্যাম্পাসে ঢুকেন। তাদের আসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রদলের দু'জনকে মারতে দেখা যায়। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে. এম. রাশেদুল আলম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ জাবি ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা ক্যাফেটেরিয়ায় আটকে পড়েন। তখন প্রক্টর বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু পদবঞ্চিতদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 'বাবর-অনীকের কমিটি, মানি না মানি না'; 'বাবরের দুই গালে, জুতা মারো তালে তালে'; 'লীগ দিয়ে কমিটি, মানব না মানব না' ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায়।
গত ৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৭টি হলে কমিটি দেয় ছাত্রদল। কমিটিতে সাবেক ছাত্রলীগকর্মী ও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিতদের পদায়ন এবং ত্যাগী কর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ