ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

হামলা আরও জোরদারের নির্দেশ

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৫, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৫, ২০ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবাও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ৫২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন বহু মানুষ। এই আক্রমণে গাজায় মোট মৃতের সংখ্যা ৫১,১৫০ ছাড়িয়েছে। গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর প্রায় ১,৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 

এই পরিস্থিতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। 

রোববার (২০ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনায় আল জাজিরা জানিয়েছে, শনিবারও ইসরায়েলি বাহিনী গাজায় অবিরাম বোমাবর্ষণ চালিয়েছে। হামাস একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। হামাস জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারের পাহারাদারের মৃতদেহ উদ্ধার করেছে, তবে বন্দির ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আক্রমণে গাজায় মোট মৃতের সংখ্যা ৫১,১৫৭ জনে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টায় ২১৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মোট আহত ব্যক্তির সংখ্যা ১,১৬,৭২৪ জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছেন। বিভিন্ন জটিলতার কারণে  উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এর আগে দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সাথে মতবিরোধের কারণে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরায়েলি বিমান হামলায় ১,৭৮৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪,৭০০ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল অবরুদ্ধ গাজায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন