ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

জাতীয় যুবশক্তির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৪, ২৯ জুন ২০২৫ | আপডেট: ১৩:৪৫, ২৯ জুন ২০২৫

জাতীয় যুবশক্তির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত 

ছবি: সংগৃহীত

জাতীয় যুবশক্তি’র দ্বিতীয় সাধারণ সভা শুক্রবার (২৮ জুন) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের সংগঠকরা সাধারণ সভায় অংশগ্রহণ করেন। 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আসা আহ্বায়ক কমিটির সদস্যরা। 

সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুব সমাজের রাজনীতিকে নষ্ট করার চক্রান্ত চলছে। যুবশক্তি সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তরুণ যুবকদের রাজনীতিতে আসার সুযোগ করে দিতে কাজ করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবশক্তির রাজনীতিই হবে আগামীর পথনির্দেশক। 

সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, সাংগঠনিক শৃঙ্খলাই হচ্ছে যুবশক্তির রাজনীতি।

মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, সমাজের প্রতিটি স্তরে তারুণ্যের প্রত্যাশিত রাজনীতিকে পৌঁছে দিতে কাজ করছে জাতীয় যুবশক্তি। সংগঠকদের আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

সংগঠনের রাজনৈতিক কার্যক্রম আরো ত্বরান্বিত করতে সংগঠকদের দিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক গতি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর মধ্যে রয়েছে — আহ্বায়ক ও সদস্য সচিব প্যানেল, মূখ্য ও যুগ্ম সংগঠক, যুব উন্নয়ন সমন্বয়ক ও যোগ্য সংগঠকদের নিয়ে ৪১ থেকে ৪৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হবে। অনুমোদিত কোড অব কনডাক্ট বা আচরণবিধি সকল সদস্যকে আবশ্যিক মেনে চলার নির্দেশ। কেন্দ্রীয় সদস্যদের জন্য নির্ধারিত এককালীন ও মাসিক চাঁদা জুলাই থেকে কার্যকর হবে। 

মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় যুবশক্তির দ্বিতীয় সাধারণ সভা।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন