হ্রদে প্রমোদিনী, রাঙাতরী, স্বপ্নডিঙি, মাউরুন, রয়েল সহ বিভিন্ন নামে প্রায় ১০-১২টি হাউজ বোট রয়েছে। বোট গুলোতে বিভিন্ন প্যাকেজ অনুসারে ভ্রমণ ট্রিপ হয়। প্রতিজন ৬ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ রয়েছে হাউজ বোটগুলোতে। বোটগুলোতে ১০-১২ জন থাকতে পারে।